">

কোন কাজের জন্য কোন ধরনের কম্পিউটার

কাজের ধরনের উপর ভাগ করে আমরা কম্পিউটার কে ৩ ভাগে ভাগ করব

আমরা যারা নতুন কম্পিউটার কিনার চিন্তা ভাবনা করি তারা প্রায়শয় একটা সমস্যার সম্মুখীন হয়। সেটা হলো "কোন কম্পিউটার টি নিব?"

এই প্রশ্নটা সাধারনত যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুনভাবে কাজ শুরু করতে চান তারাই করে থাকেন

আসলে কোন কম্পিউটার টি ভালো হবে?

আসুন তার আগে জেনে নিই কোন কাজের জন্য আমাদের কোন কনফিগারেশন এর কম্পিউটার লাগবে?

কাজের ধরনের উপর ভাগ করে আমরা কম্পিউটার কে ৩ ভাগে ভাগ করব

১) Low segment

২) Medium segment

৩) High segment

এখন জেনে নিই কোন কাজ কোন সেগমেন্টে পড়ে.


১) Low segment: এই সেগমেন্টে আমরা হালকা কনফিগারেশন এর কম্পিউটার রাখব। যেগুলো হালকা কাজ করতে পারবে যেমন ব্রাউজিং, ইমেইল পাঠানো, অফিস এপ্লিকেশন এর কাজ ইত্যাদি

এখন আসি এই ধরনের কম্পিউটারের কনফিগারেশন আর খরচ কেমন হয়?

এই ধরনের কম্পিউটারে কনফিগারেশন লো হয়। যার কারণে খরচ ও কম হয়। সাধারণত ২০,০০০ টাকা হতে শুরু করে  ৪০,০০০ - ৫০,০০০ টাকাও হয়ে থাকে। বর্তমান বাজারে ৫০,০০০ টাকা দামের কম্পিউটার অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এই কম্পিউটার গুলো দিয়ে লো কোয়ালিটিতে অনেক গেমই খেলা যায় আর লো কোয়ালিটির ভিডিও এডিটিং ও করা যায়.

 এই সেগমেন্টের মিনিমাম কনফিগারেশন:

  • Processor: Intel Pentium/Celeron or AMD Athlon/Ryzen 3, 
  • RAM: 4GB, 
  • Storage: 128GB SSD or 500GB HDD,
  • Motherboard: Budget অনুযায়ী যেটা পছন্দ
  • Power supply: লোড ও বাজেট অনুযায়ী পরিবর্তনীয়

 

কাদের জন্য এই ধরনের কম্পিউটার?

যারা নতুন কাজ শিখতে চান এবং যারা হালকা পাতলা কাজ করেন যেমন মাইক্রোসফট ওয়ার্ড/এক্সেল, হালকা ধরনের ওয়েব ডিজাইন, হালকা প্রোগ্রামিং ইত্যাদি ধরনের কাজ যারা করেন তাদের জন্য এই কম্পিউটার যথেষ্ট। যারা এ কম দামের বাজেটের কম্পিউটারে Professional গেমিং বা ভিডিও এডিটিং করার চিন্তা ভাবনা করেন, তাহলে তাদের জন্য দুঃসংবাদ। এই কনফিগারেশন এর কম্পিউটারে প্রফেশনালি গেমিং করা বা ভিডিও এডিটিং করতে গেলে কম্পিউটারের প্রাণ বের হয়ে যাবার উপক্রম হবে (কথার কথা বললাম আরকি🙄)

বলতে গেলে, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, Data Entry, গ্রাফিক ডিজাইনার, বিভিন্ন সুপারশপ Accountant, শিক্ষার্থী, SEO worker, Digital Marketer, Banker ইত্যাদি Profession এর জন্য এ সেগমেন্ট যথেষ্ট

কাদের জন্য এই কম্পিউটার নয়?

  • যাদের কাজে অনেক মাল্টিটাস্কিং হয়
  • যারা ভিডিও স্ট্রিমিং করবেন
  • যারা ভারী গেম খেলবেন
  • যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন

২) Medium segment:  এই সেগমেন্টে আমরা মিডিয়াম কনফিগারেশন এর কম্পিউটার রাখব। যেগুলো মোটামোটি কিছু ভারী কাজ করতে পারবে। যেমন: HD Video editing, Low quality gaming, Graphic designing ইত্যাদি কাজ অনেক ভালোভাবে করতে পারবেন।

 

এখন আসি এই ধরনের কম্পিউটারের কনফিগারেশন আর খরচ কেমন হয়?

এই ধরনের কম্পিউটারে কনফিগারেশন কিছুটা হাই হয়। যার কারণে খরচ ও মোটামোটি মানের হয়। সাধারণত ৫০,০০০ টাকা হতে শুরু করে  ,০০,০০০ টাকাও হয়ে থাকে। 

 এই সেগমেন্টের মিনিমাম কনফিগারেশন:

  • Processor: Intel Core i5/i7 or AMD Ryzen 5/7,
  • RAM: 8GB, Storage: 256GB SSD or 1TB HDD,
  • Graphics: Nvidia GTX 1650/AMD RX 550 or better

 

কাদের জন্য এই ধরনের কম্পিউটার?

যারা Professional web developer, Graphic designer, Video editor (HD), Social media manger, University Professor ইত্যাদি কাজ করেন তাদের জন্য এ সেগমেন্ট পারফেক্ট

কাদের জন্য এই কম্পিউটার নয়?

  • 4k video editor
  • VFX editor
  • High quality gamer
  • যারা কম বাজেটের কম্পিউটার খুজছেন

৩) High segment: এই সেগমেন্টে আমরা হাই কনফিগারেশন এর কম্পিউটার রাখব। যেগুলো অনেক ভারী কাজ করতে পারবে। যেমন: Professional Video editing, High quality gaming, VFX creation ইত্যাদি কাজ অনেক ভালোভাবে করতে পারবেন।

এখন আসি এই ধরনের কম্পিউটারের কনফিগারেশন আর খরচ কেমন হয়?

এই ধরনের কম্পিউটার এ কনফিগারেশন অনেক হাই হয় তাই দামও অনেক বেশি হয়। যেটা সাধারনত সবার সাধ্যের মধ্যে থাকে না। এই ধরনের কম্পিউটারের দাম ১ লক্ষ টাকার উপরে হয়ে থাকে। এর উপরে যে যত টাকা খরচ করতে পারে তার কম্পিউটার তত ভালো পারফরমেন্স দিয়ে থাকে। 

 

এই সেগমেন্টের মিনিমাম কনফিগারেশন:

  • Intel Core i7 or AMD Ryzen 7,
  • RAM: 16GB or more,
  • Storage: 512GB or 1TB+ NVMe SSD,
  • Graphics: Nvidia RTX 30/40 Series or AMD RX 6000/7000 Series

কাদের জন্য এই ধরনের কম্পিউটার?

এই সেগমেন্টে আমার মনে হয় না এর উত্তর দেওয়া প্রয়োজন। এতক্ষণ পর্যন্ত যারা এই আর্টিকেলটি পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই সেগমেন্ট টি কাদের জন্য। তারপরও বলে দিই, যারা অনেক ভাই মানের কাজ করে থাকেন, যেমন: VFX editing, High-edn gaming, Video editing (4k), Data science, Artificial intelligence ইত্যাদি

কাদের জন্য এই কম্পিউটার নয়?

  • আর কাদের জন্য হবে, যাদের বাজেট কম তাদের আরকি😥

পরিশেষে একথায় বলব উক্ত আর্টিকেলটিতে শুধুমাত্র ধারণা দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে ভারী কাজ করার জন্য অনেক দামী কম্পিউটার ব্যবহার করতে হবে। এমনও দেখা গিয়েছে যে অনেকে অনেক দুর্বল কম্পিউটার দিয়েও অনেক ভারী কাজ করে থাকেন। তাই যার যে সুবিধা তার ভিতরে থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আগে নিজের কাজ কি বুঝুন তারপর আশা করি আপনার মনের মত একটা কম্পিউটার কিনে ফেলতে পারবেন 

বি.দ্র: কনফিগারেশন বুঝতে গিয়ে আমি অনেক গুরুত্বপূর্ন কম্পোনেন্ট বাদ দিয়েছি কারণ একই প্রসেসরের জন্য অনেক গুলো কম্পোনেন্ট থাকে। তাই আশা করি এই ব্যপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

 




0 Comments

Leave a Reply

Your email address will not be published.